প্রতিবেদন : শনিবার ভোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল ১২ জন যাত্রীর। জখম হয়েছেন ৩৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমান, মৃতের সংখ্যা বাড়তে পারে। মহারাষ্ট্রের (Bus Catches Fire In Maharashtra) নাসিকে এই দুর্ঘটনা ঘটেছে। বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। জানা গিয়েছে, এদিন ভোর ৫টা নাগাদ যাত্রিবাহী একটি বাস ঔরঙ্গাবাদ রোড দিয়ে ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা মারে। ধাক্কার প্রবল অভিঘাতে বাসটি (Bus Catches Fire In Maharashtra) ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। তারপরই তাতে আগুন ধরে যায়। মৃতদের কয়েকজনের শরীর এতটাই পুড়ে গিয়েছে যে, শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন-ভূস্বর্গে যাবেন না: মার্কিনিদের পরামর্শ বাইডেন প্রশাসনের