প্রতিবেদন : পারস্পরিক ঘৃণার রাজনীতি। সব সীমা অতিক্রম করে গেল বিজেপির দোসর বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)। মোদি-শাহর বুকের উপর বসে নয়াদিল্লিতে যে ভাষায় হুমকি দেওয়া হল, উসকানি দেওয়া হল তারপরেও একজনের বিরুদ্ধেও একটিও মামলা হল না, আইনি ব্যবস্থা নেওয়া হল না। দেশে জঙ্গলের রাজত্ব চলার নজির তৈরি করছে বিজেপির দোসর পরিষদ (Vishva Hindu Parishad)।
দিল্লিতে পরিষদের যোগেশ্বর আচার্য প্রকাশ্য সভায় বললেন, হাত কেটে নাও, গলা নামিয়ে দাও। লাইসেন্সের পরোয়া না করে পকেটে বন্দুক রাখো। সবচেয়ে বেশি তোমার কী শাস্তি হবে? জেল হবে। কিন্তু ওই সমস্ত লোককে উচিত শিক্ষা দেওয়া হবে। সময় এসেছে বেছে বেছে মারো। আর নওলকিশোর দাস বললেন, আমরা একজোট হলে দিল্লি পুলিশ কমিশনার আমাদের ডেকে চা খাওয়াবেন। আমরা যা করতে চাই, সেটাই করতে দেবেন।
আরও পড়ুন-ঘুরপথে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার চক্রান্ত
কেন বন্দুক রাখতে বলা হচ্ছে? জবাব দিয়েছেন নওলকিশোর নিজেই। বলেছেন, লাইসেন্স না থাকলে ভয় পাওয়ার কিছু নেই। যারা আপনাকে খুন করতে আসবে তাদের হাতে কী লাইসেন্সড রিভলবার থাকবে? তাহলে আপনাকে কেন লাইসেন্স নিতে হবে?
২৪-এর লোকসভা ভোটের আগে ধর্মীয় উত্তেজনা তৈরি করতে বিজেপি নগ্নভাবে নেমে পড়েছে। সম্প্রতি রাজধানীতে ২৫ বছরের এক তরুণের মৃত্যু হয়। তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে সাম্প্রদায়িক জিগির তোলা হয়। কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, মৃত তরুণের এক বছর আগে ফোন চুরি যায়। থানায় অভিযোগ করে। অভিযোগ তুলে নিতে তার উপর হামলা হয়। হামলাকারীরা ছিনতাইবাজ। সে-যাত্রায় ব্যর্থ হয়ে পরিষদ নেমেছে নতুন ছকে।