পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি : শ্রেয়স

Must read

রাঁচি, ৯ অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১১৩ রানের ইংনিসটা যেন নবজন্ম দিল শ্রেয়স আইয়ারকে (Cricketer Shreyas Iyer)। খুব বেশিদিন আগের কথা নয়, সাদা বলের ফরম্যাটে শ্রেয়স ছিলেন টিম ইন্ডিয়ার অন্যতম নিয়মিত সদস্য। ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটা পাকা ছিল তাঁর। কিন্তু সেই শ্রেয়স টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

আরও পড়ুন-অতিরিক্ত চাপ হলে আইপিএল খেলো না, বুমরাদের পরামর্শ কপিলের

তবে রাঁচিতে শ্রেয়সের (Cricketer Shreyas Iyer) দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে সিরিজে সমতা ফেরাল ভারত। স্বাভাবিক ভাবেই তিনি ম্যাচের সেরা। শ্রেয়স বলছেন, “যখন ব্যাট করতে নামছিলাম, ভেবেছিলাম চালিয়ে খেলব। কিন্তু ঈশানের সঙ্গে কথা বলে ঠিক করি, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করব। বল বুঝে খেলব। এভাবে খেলেই সেঞ্চুরি পেয়েছি।” একই সঙ্গে তাঁর দাবি, নিজের ব্যাটিং স্টাইলে কোনও ধরনের বড় পরিবর্তন আনেননি। শ্রেয়স বলেন, “কে বল করছে, তা নিয়ে মাথা ঘামাই না। নেটে ব্যাট করার সময় নিজের ব্যাটিং স্টাইলে যে অনেক পরিবর্তন আনার জন্য খেটেছি তা কিন্তু নয়। বরং মাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টাই।”
এদিকে, মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ঈশান কিশান। ঘরের মাঠে সেঞ্চুরি হাতছাড়া করেও অবশ্য হতাশ নন ঈশান। তিনি বলছেন, দুর্ভাগ্য, সেঞ্চুরি মিস করলাম। তবে শেষ পর্যন্ত দল জিতেছে। আমি খুশি। এই পিচে ব্যাট করা খুব সহজ ছিল না। তবে শ্রেয়সের সঙ্গে জুটিটা খুব উপভোগ করেছি।”

Latest article