প্রতিবেদন : মরশুমের শুরুতে ডুরান্ড কাপ এবং এএফসি কাপে ব্যর্থতার পর নতুন পরীক্ষায় নামছে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছে সবুজ-মেরুন। ঘরের মাঠে ভরা যুবভারতীতে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (ATK Mohun Bagan vs Chennaiyin FC)।
শুধু দলের পরীক্ষা নয়, অগ্নিপরীক্ষা কোচ জুয়ান ফেরান্দোরও। নতুন মরশুমে গোটা দলের খোলনোলচে বদলে ফেলায় সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে বিপর্যয়ের পর ফেরান্দো হঠাও দাবিও জোরালো হয়েছে সমর্থকদের মধ্যে। ক্লাব কর্তারাও কোচের স্ট্র্যাটেজি, দলগঠন নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। সূত্রের খবর, আইএসএলে প্রথম পর্বটাই জুয়ানের লাইফ লাইন হতে যাচ্ছে। তবু রণকৌশল, গেম প্ল্যান নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না লিস্টন কোলাসো, হুমো বুমোসদের কোচ।
আরও পড়ুন-পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি : শ্রেয়স
চেন্নাইয়িন (ATK Mohun Bagan vs Chennaiyin FC) ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে জুয়ানের কাছে জানতে চাওয়া হয়, রয় কৃষ্ণের মতো পজিটিভ স্ট্রাইকার না থাকার অভাব দেখা গিয়েছে ডুরান্ড এবং এএফসি কাপের জোনাল সেমিফাইনালে। দিমিত্রি পেত্রাতোস আসায় কি সমস্যার সমাধান হবে? জুয়ানের জবাব, ‘‘আমার কাছে তারকা নয়, টিম গেমই আসল। গোলের জন্য এক জনের উপর নির্ভর করলে মাঝে মধ্যে দু’একটা ম্যাচ জিতব। ধারাবাহিকভাবে একশো শতাংশ সাফল্য আসবে না। কে গোল করল, কে শেষ পাসটা দিল, কে ম্যাচের সেরা হল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে দলই আসল। দলগত খেলাকেই আমি গুরুত্ব দিই। জায়গা তৈরি করে তা কাজে লাগানো, খেলার গতিকে নিয়ন্ত্রণ করাই গুরুত্বপূর্ণ। আমরা অনেক গোলের সুযোগ তৈরি করছি। যদি আমরা পদ্ধতির মধ্যে, প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি। তাহলে গোল পাব, সাফল্য আসবে।’’ নিজেকে সুরক্ষিত রাখতে নতুন মিশনে নামার আগে জুয়ানের সাফাই, ‘‘বুন্দেশলিগা, লা লিগা-সহ বিদেশের ক্লাবে সেরা খোলোয়াড়রা ছ’ঘণ্টা অনুশীলন করে। কিন্তু ভারতে হয় সর্বোচ্চ দু’ঘণ্টা প্র্যাকটিস। মানসিকতা বদলাতে হবে। খেলার মান বাড়াতে হবে, ট্রেনিংয়ের মান বাড়াতে হবে। তবেই এখানে ফুটবল এগোবে।’’ জুয়ান জানিয়েছেন, প্রথম ম্যাচে প্রথম এগারোয় কোন চার বিদেশিকে খেলাবেন তা ঠিক করবেন সোমবার সকালে। বাগানের অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল বললেন, ‘‘আমরা জয়ের মানসিকতা নিয়ে নামতে চাই। এএফসি কাপ সেমিফাইনালের ভুল থেকে শিক্ষা নিয়েছি।’’
মোহনবাগান ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে। চেন্নাইয়িন এফসি-র কোচ টমাস ব্র্যাডরিচ জুয়ানের দলকে এগিয়ে রেখেও জানালেন, তাঁরা তিন পয়েন্টের লক্ষ্যেই নামবেন। একইসঙ্গে জানিয়ে দিলেন, দেবজিৎ মজুমদার, মনোতোষ চাকলাদার-সহ একঝাঁক বাঙালি ফুটবলার দলে থাকার সুবিধাও নিতে চান মোহনবাগান ম্যাচে।