বাঁকুড়ার জঙ্গলে রহস্যময় গুহা! হতে পারে পর্যটন কেন্দ্র

বাঁকুড়ার খাঁটিয়ার কাছে পোড়া পাহাড়ের একেবারে মাঝামাঝি রয়েছে গুহাটি। সামনেটা প্রায় চার ফুটের কাছাকাছি উঁচু। ভিতরে উচ্চতা কমতে থাকে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়ার জঙ্গলে সন্ধান মিলল রহস্যময় গুহার। প্রায় ২০০ ফুট লম্বা এক গুহার খোঁজ মিলেছে। আকার-আয়তন দেখে মনে করা হচ্ছে, একসময় এটি হয়ত আদিম মানুষের বাসস্থান ছিল। গুহাটি ঢুকে গিয়ে দু’ভাগ হয়ে গিয়েছে। ভিতরে সাতটি ছোট কুঠুরির সন্ধান মিলেছে। যা লম্বায় ২০ ও চওড়ায় ৭ ফুট। স্থানীয়রা এই গুহার খবর জানলেও এই প্রথম এটি সর্বসমক্ষে এল।

আরও পড়ুন-বাড়ছে ডেঙ্গু, সতর্ক সরকার

বাঁকুড়ার খাঁটিয়ার কাছে পোড়া পাহাড়ের একেবারে মাঝামাঝি রয়েছে গুহাটি। সামনেটা প্রায় চার ফুটের কাছাকাছি উঁচু। ভিতরে উচ্চতা কমতে থাকে। গুহার দুদিকে দুটি রাস্তা রয়েছে। বাঁদিকেরটি চলে গিয়েছে প্রায় দেড়শো ফুট এবং ডানদিকেরটি প্রায় পঞ্চাশ ফুটের মতো প্রশস্ত। স্থানীয়দের দাবি, এই কুঠুরিগুলিতেই আদিম মানুষ বসবাস করতেন। কুঠুরিগুলির আকৃতি দেখে তাই মনে হচ্ছে। যেভাবে পাথর কাটা, মনে হয় ঘর হিসেবে ব্যবহার করা হত।

আরও পড়ুন-দর্শনার্থীদের জন্য পুলিশের উদ্যোগে মেরামত হল রাস্তা

রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি জানান, বছর দুয়েক আগে তিনি ওই পাহাড় পরিদর্শন করে গুহাটি দেখে আসেন। বর্তমানে এটি শিয়াল-সহ একাধিক বন্যপ্রাণীর ডেরা। পাহাড়ে ১০ বছর আগে একটি সংস্থা ইউরেনিয়াম সংগ্রহের কাজ শুরু করে। আচমকাই মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শিগগিরই এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ভারতীয় প্রত্নতত্ত্ব সমীক্ষার অফিসে খবর দেওয়া হয়েছে।

Latest article