বাড়ছে ডেঙ্গু, সতর্ক সরকার

একই সময়ের মধ্যে ২০২০ এবং ২০২১ সালেও এত সংক্রমণ হয়নি। ২০১৮ সালের পর থেকে এই প্রথম এত লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

Must read

প্রতিবেদন : রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। তবে সব রকম ভাবে সতর্ক আছে রাজ্য সরকার। তবে শনিবারের তুলনায় রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, রবিবার নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। শনিবার এই সংখ্যা ছিল ৯৭৮।

আরও পড়ুন-দর্শনার্থীদের জন্য পুলিশের উদ্যোগে মেরামত হল রাস্তা

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ৬৯৫ জন রোগী। গতকাল এই সংখ্যা ছিল ৮০৬। নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ২০টি জেলায় সংক্রমণ বেশি ছড়াচ্ছে। তাই পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, ২০১৯ সালে শহরে এই সময়ের মধ্যে ১৬৩০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন-উত্তরকাশীতে তুষার ধসে মৃত্যু হল পর্বতারোহীর

একই সময়ের মধ্যে ২০২০ এবং ২০২১ সালেও এত সংক্রমণ হয়নি। ২০১৮ সালের পর থেকে এই প্রথম এত লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি শহরতলি এলাকাতেও ডেঙ্গি বাড়ছে। রবিবার, রাজ্যের বিভিন্ন জায়গায় ৭৯২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অক্টোবর পড়লেও এখনও ডেঙ্গি কমার কোনও লক্ষণ দেখছেন না আধিকারিকরা। ডেঙ্গি আরও বাড়ার বিষয়ে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্তারা।

Latest article