মেলবোর্ন, ১০ অক্টোবর : জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন বা বাবর আজম নয়, এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটারের নাম বিরাট কোহলি। স্পষ্ট জানিয়ে দিলেন ইয়ান চ্যাপেল (Virat Kohli- Ian Chappell)। তিনি নিজের কলামে লিখেছেন, ‘‘বিরাট অসাধারণ ক্রিকেটার। কোনও সন্দেহ নেই, ও-ই এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার। ওর হাতে সব ধরণের শট রয়েছে। এছাড়া আগ্রাসী মানসিকতা এবং চিন্তাশীল ব্যাটিং ওকে সবার থেকে আলাদা করে তুলেছে।’’ প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক আরও জানিয়েছেন, ‘‘সাদা বলের ফরম্যাট খেলার সময়ও বিরাট কপিবুক শট খেলে ধারাবাহিকভাবে বিস্তর রান করেছে। ওর সোজাসাপ্টা বক্তব্য, এমন কোনও শট ও খেলবে না যা টেস্ট ব্যাটিংয়ে প্রভাব ফেলে। এর থেকেই বোঝা যায় টেস্ট ক্রিকেটকে ও কতটা গুরুত্ব দেয়।’’ বিরাটের প্রশংসা করতে গিয়ে ২০১৪ সালের অ্যাডিলেড টেস্টের স্মৃতিচারণ করেছেন চ্যাপেল। ওই টেস্টে ভারত ৪৮ রানে হেরে গেলেও দু’ইনিংসেই সেঞ্চুরি (১১৫ ও ১৪১) করেছিলেন বিরাট। চ্যাপেল (Virat Kohli- Ian Chappell) লিখেছেন, ‘‘ওই টেস্টে জোড়া সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি। কিন্তু এই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ওটাই আমার দেখা সেরা টেস্ট ইনিংস।’’
আরও পড়ুন-আলো-বিভ্রাট, আঁধার মোহনবাগানেও