বাজির বলি দুই

বিস্ফোরণের ঘটনাটি আতশবাজি কারখানায় ঘটেছে। যে বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল, বিস্ফোরণে তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Must read

সংবাদদাতা, পাঁশকুড়া : সপ্তাহখানেক পরেই আলোর উৎসব দীপাবলি। তার আগে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। বোমা তৈরি করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয় মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পাঁশকুড়া থানার পূর্ব চিলকা গ্রামে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরের নাম শম্ভু সামন্ত।

আরও পড়ুন-এই প্রজন্মের সেরা বিরাট, দাবি চ্যাপেলের

বিস্ফোরণের তীব্রতায় শম্ভুর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত হয়েছেন স্বর্ণময়ী বক্তা নামে বছর চল্লিশের এক মহিলাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁরও।
বিস্ফোরণের ঘটনাটি আতশবাজি কারখানায় ঘটেছে। যে বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল, বিস্ফোরণে তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই আতশবাজি কারখানায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। সামনেই কালীপুজো ও দীপাবলি বলে জোরকদমে চলছিল বেআইনি বাজি তৈরির কাজ। পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Latest article