সংবাদদাতা, দুর্গাপুর : বকেয়া পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরকে বারবার চিঠি পাঠিয়েছে পঞ্চায়েত দফতর। বিশেষ লাভ হয়নি। এখনও বকেয়া প্রায় ছ’হাজার কোটি টাকা। শঙ্কা, পঞ্চায়েত ভোটের আগে তা মেটাবে না মোদি সরকার। আসলে ‘অর্থনৈতিক অবরোধ’ করে ত্রিস্তর পঞ্চায়েতে ফায়দা নিতে চাইছে বিজেপি শিবির! তবে বকেয়া আদায়ে চেষ্টার কসুর রাখছে না রাজ্য পঞ্চায়েত দফতর। পাওনা মেটাতে দফায় দফায় প্রশ্নাবলি পাঠাচ্ছে দিল্লি, তারই ঠিকঠিক জবাব দিচ্ছেন পঞ্চায়েত দফতরের আমলারা।
আরও পড়ুন-অস্কারে মনোনীত ছবির শিশু অভিনেতা রাহুলের অকালমৃত্যু
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। গিরিরাজ সময় দেননি। এই অবস্থায় বকেয়া পেতে পঞ্চায়েত দফতরের বর্তমান সচিব পি উল্গানাথন নিয়ত তাগাদা দিচ্ছেন দিল্লিকে। এখনও ১০০ দিনের কাজের বকেয়া একটি পয়সাও আসেনি। দিনকয়েক আগে দিল্লিতে এক আলোচনাচক্রে সব রাজ্যের পঞ্চায়েত দফতরকে ডাকা হয়েছিল। তাতে রাজ্যের পঞ্চায়েত আধিকারিকরা গ্রামোন্নয়ন দফতরের একাধিক অফিসারের কাছে অনুরোধ করেছেন যাতে বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেয় কেন্দ্র। কারণ, কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদল রাজ্য ঘুরে গিয়ে যা যা সুপারিশ করেছেন, তার সবটাই পূরণ করেছে পঞ্চায়েত দফতর। রাজ্যের এক পঞ্চায়েত আধিকারিক জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আমলারা তাঁদের যুক্তি ও উত্তরে সন্তুষ্ট হয়েছেন। এর পরেও টাকা কবে পাঠাবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।