প্রতিবেদন : দেশজোড়া তাঁর নাম। নবীন প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনই তাঁর গলার জাদু। বাংলা থেকে উঠে বলিউডে গিয়ে সফল হওয়াটা কম কথা নয়। এমনই একটি নাম হল অরিজিৎ সিং। কিন্তু সাফল্যের শিখরে উঠেও ভোলেননি অতীতকে। সাফল্যের আকাশ ছুঁলেও পা-টা যে তাঁর মাটিতেই রয়ে গিয়েছে সেটা আরও একবার বুঝিয়ে দিলেন গায়ক অরিজিৎ সিং। সেলেব তকমা নিয়েও সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত। বড় বাংলো নয়, থাকেন নিজের পুরনো বাড়িতেই।
আরও পড়ুন-বিজয়া সম্মেলনী নয় হল শ্রদ্ধাঞ্জলি সভা
কাজের সূত্রে মুম্বইয়ে থাকলেও সময় পেলেই চলে আসেন নিজের জন্মভিটে মুর্শিদাবাদ জেলার সেই গ্রামের বাড়িতে। তাঁর ছেলেও পড়ে গ্রামের স্কুলে। গ্রামের ছেলেমেয়েদের জন্য খুলেছেন স্পোকেন ইংলিশের স্কুল। এবার আরও বড় দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন অরিজিৎ। এলাকার গরিব মানুষের জন্য খুলে ফেললেন আস্ত একটি রেস্তোরাঁ, ‘হেঁশেল’। হেঁশেলে সামান্য খরচে মিলবে পেট ভরা খাবার। এই রেস্তোরাঁয় মাত্র ৩০ টাকাতেই মিলবে একজনের খাবার। এই বাজারে মাত্র ৩০ টাকায় এই পরিষেবায় নিঃসন্দেহে উপকৃত হবেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তৈরি হয়েছে অরিজিতের এই রেস্তোরাঁ ‘হেঁশেল’। এই রেস্তোরাঁটি আগে অরিজিতের বাবা চালাতেন। কিন্তু পরবর্তীকালে তাঁর দায়িত্ব নেন অরিজিৎ। বসে খাওয়ার পাশাপাশি খাবার নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। হেঁশেলে থালির দাম শুরু হচ্ছে মাত্র ৩০ টাকা থেকে। রয়েছে আমিষ, নিরামিষ সব ধরনের খাবারই। অরিজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।