হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি নন্দীগ্রামে, সারা জীবন লোকের মুখে এমন কথা শুনতে হবে! এবার সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে নিয়ে ট্রোল। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এরকম অনেক পোস্ট দেখা যাচ্ছে।
ভবানীপুর উপনির্বাচনের দলীয় কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নন্দীগ্রামের ভোটে তিনি ষড়যন্ত্রের বলি হয়েছেন। সেখানকার মানুষের অনুরোধ, আবদার, আবেগকে সম্মান নিয়ে নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। কিন্তু চক্রান্ত ও কারচুপি করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন। রিগিং, সন্ত্রাস কিছুই বাদ যান নি। নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘ভগবানের জ্যেষ্ঠপুত্র’ বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় এবার অর্জুন-শুভেন্দু
এরপর গত শনিবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিতর্কিত ভোটে জেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “উনি আমার এখন নতুন নাম দিয়েছেন, ভগবানের জ্যেষ্ঠপুত্র। চিরদিন, যতদিন বাঁচবেন, রাজনীতিতে থাকবেন – কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি, হেরেছি, হেরেছি। আপনি মাথা থেকে কখনও বের করতে পারবেন না। আপনাকে এই যন্ত্রণা নিয়েই চলতে হবে।’’
আরও পড়ুন-যোগী আদিত্যনাথের উন্নয়নে বাংলার ছবি ব্যবহারের নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব
কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন কুরুচিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় পাল্টা কটাক্ষের শিকার হলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু। গত ২ মে (বিধানসভা ভোটের ফলাফলের দিন) বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থার ভিডিও ক্লিপ পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখছেন, “হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি নন্দীগ্রামে, সারা জীবন লোকের মুখে এমন কথা শুনতে হবে…!”
হাইভোল্টেজ নন্দীগ্রামে কে জিতেছেন কে পিছিয়ে রয়েছেন সেদিকে গোটা দেশের নজর ছিল। দুপুরের পরেই স্পষ্ট হয়ে যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওদিকে প্রথমে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটের ব্যবধানে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও নিউজ পোর্টালেও মুখ্যমন্ত্রীকে দেখানো হয়েছে। পরাজিত শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তখন শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।
আরও পড়ুন-যোগীরাজ্যে উন্নয়নের প্রচারে বাংলায় মমতার উন্নয়নের ছবি ব্যবহার, প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কিন্তু হঠাৎ কোনও এক অজানা কারণে এই ঘোষণার ঘন্টাখানেক পর ফলাফল উল্টে যায়। ১৭৩৬ ভোটে জিতেছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তরফে অনেক পরে বিষয়টি ঘোষণা করা হয়। নন্দীগ্রাম গণনা মামলা এখন আদালতে।