দুনিয়ার দুই সেরা নেত্রী: ইন্দিরাকে দেখিনি মমতাকে দেখছি, জানালেন আবেগতাড়িত প্রৌঢ়া

Must read

রবিবার সকাল থেকেই ভবানীপুরে জমজমাট প্রচারে নেমে পড়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা। কোভিড পরিস্থিতির জন্য মূলত বড় কোনও মিছিল না করে ডোর টু ডোর প্রচারেই জোর দিচ্ছে শাসক দল। মানুষের মন বোঝা যায় এমন কাজে এগিয়েছেন তারা।

আরও পড়ুন- ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় এবার অর্জুন-শুভেন্দু

উপনির্বাচনের প্রথম রবিবাসরীয় প্রচারে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চেয়ে প্রচার করলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকর্মীরা। এদিন সকালে পটুয়াপাড়া, পাবর্তী চক্রবর্তী লেন, রানি শঙ্করী লেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তাঁরা।
তাঁদের এদিনের প্রচারের ট্যাগ লাইন ছিল, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে”!

আরও পড়ুন- হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার শুভেন্দু

এদিনের প্রচারে এলাকার প্রবীণ মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩০ সেপ্টেম্বর দু’হাত তুলে আশীর্বাদ করবেন, সেটা তাঁদের বক্তব্য ও শরীরী ভাষাতেই বেশ স্পষ্ট। ৭৩ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ মহিলা আবেগতাড়িত হয়ে বলেন, “মমতা ব্যানার্জির মতো কেউ হবে না। এটা আমি সবসময় জোর গলায় বলি। দুনিয়ায় ওর মতো নেত্রী নেই। আমি ইন্দিরা গান্ধীকে দেখিনি, মমতাকে দেখেছি। ও আমার বোনের মতো।” এরপর ওই মহিলা প্রচারে আসা সকল তৃণমূল কর্মীদের সাবধানে থাকার পরামর্শ দেন।

Latest article