সংবাদদাতা, বারাসত : খাদ্য দফতরে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এনিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। অভিযোগ, জনৈক জালালউদ্দিন কয়েকজনের থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে খাদ্য দফতরে গ্রুপ সি পদে চাকরির প্রতিশ্রুতি দেয়। তাঁদের মেডিক্যাল হয় হাওড়া হাসপাতালে। ট্রেনিং হয় ডানকুনিতে।
আরও পড়ুন-দুর্গাপুজোর অনুদানের হিসাব চেয়ে পাঠাল নবান্ন
কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় সত্যি সামনে আসে। প্রতারণার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বাম জমানায় কিছু ত্রুটিপূর্ণ নিয়োগের কাগজপত্র নিয়ে এখনও কিছু মানুষ ঘুরে বেড়ায়। ২০১৯ সালে দফতর থেকে কোনও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে তারা কী করে টাকার বিনিময়ে চাকরি পাবেন? বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। সরকারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন বুঝতে পারছি। যদি এমন ঘটে থাকে তবে এটা খুব দুঃখজনক। পুলিশ ঘটনার তদন্ত করবে। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, এটি আমার সময়ের ঘটনা নয়। এখনও আমার কাছে এমন কোনও অভিযোগও আসেনি। খাদ্য দফতরে চাকরি পেতে যাঁরা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাঁরা অভিযোগ করলে পুলিশ তদন্ত করবে। আমরাও দফতরগত ভাবে তদন্ত করব। আইনানুগ ব্যবস্থা হবে।