কেন্দ্র টাকা দিচ্ছে না ফলে সংকট

অবসরপ্রাপ্ত পুরকর্মীদের আন্দোলন প্রাসঙ্গিক। কেন্দ্রের বঞ্চনা ও বকেয়া টাকা শোধ করতে গিয়ে পেনশনের টাকা আটকে গিয়েছে।

Must read

সংবাদদাতা, বারাকপুর : অবসরপ্রাপ্ত (retired) পুরকর্মীদের (municipality) আন্দোলন (protest) প্রাসঙ্গিক। কেন্দ্রের বঞ্চনা ও বকেয়া টাকা শোধ করতে গিয়ে পেনশনের (pension) টাকা আটকে গিয়েছে। শীঘ্রই সমস্যা সমাধান করে ফেলবেন বলে আশ্বাস দিলেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তিনি আরও বলেন, এর আগেও ভাটপাড়া পুরসভার ৭ থেকে ৮ মাসের বকেয়া হয়ে গিয়েছিল।পুরসভা যথাযথ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব পেনশনের বকেয়া মিটিয়ে দেওয়ার।

আরও পড়ুন-খাদ্য দফতরে নিয়োগ নিয়ে তদন্তে পুলিশ

প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা গত দু’মাস ধরে পেনশন না পাওয়ার ফলে তাঁরা ভাটপাড়া পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হন।

Latest article