বচ্চনধামে জন্মদিন, শিশুদের বস্ত্রদান

২০১৭ সালে বসে মূর্তি। ওপরে কমলা ফলকে হলুদ রঙে লেখা ‘জয় শ্রী অমিতাভ’। মঙ্গলবার ‘ভগবানের’ ৮০ তম জন্মদিন পালন করা হল।

Must read

প্রতিবেদন : আস্ত একটি মন্দির। ভক্তরা এখানে এসে একটাই প্রার্থনা করেন, ‘একবার যেন দেখা পাই।’ প্রতিদিন সকাল ১০-১১টা এবং বিকেলে ৫টা থেকে ৭টা দু’ঘণ্টা খোলা থাকে এই মন্দির। ভগবানের আসনে যিনি ভক্তদের পুজো পান তিনি হলেন বলিউড শাহেনশা বিগ বি অমিতাভ বচ্চন। ২০০১ সালে এই মন্দির তৈরি হয়।

আরও পড়ুন-কেন্দ্র টাকা দিচ্ছে না ফলে সংকট

২০১৭ সালে বসে মূর্তি। ওপরে কমলা ফলকে হলুদ রঙে লেখা ‘জয় শ্রী অমিতাভ’। মঙ্গলবার ‘ভগবানের’ ৮০ তম জন্মদিন পালন করা হল। ভক্তরা এদিন তাই এলাহি আয়োজন করেছিলেন। কলকাতার তিলজলার মন্দিরে সকাল সকাল উপস্থিত হন অমিতাভ বচ্চনের ভক্তরা। মূর্তিতে মালা পরিয়ে কাটা হয় কেক। শুধু তাই নয়, বিগ বির জন্মদিন উপলক্ষে এই ফ্যান ক্লাবের সদস্যরা ৮০ জন দুঃস্থ শিশুকে বস্ত্র দান করেন। দুপুরবেলা তাদের মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। এই মন্দিরে অমিতাভ বচ্চনের জীবনের বিশেষ দিনগুলিও পালন করা হয় বলে জানিয়েছেন তাঁর ভক্তরা।

Latest article