সংবাদদাতা, চন্দননগর : চন্দননগরের (Chandannagar- Immersion) সুপ্রসিদ্ধ জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি জোরকদমে। পুজো দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। বিসর্জন দেখতেও বিপুল মানুষের ভিড় হয়। সেই বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা আজ চন্দননগর এবং ভদ্রেশ্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। সঙ্গে তাঁরা ঘুরে দেখলেন গঙ্গার ঘাটগুলোও। চন্দননগর পুলিশ কমিশনার অমিত জাগলভি বলেন, চন্দননগরে (Chandannagar- Immersion) গত দু বছর করোনার কারণে বিখ্যাত ভাসানে কোনও শোভাযাত্রা হয়নি। এবারে শোভাযাত্রা হবে মহা সমারোহে, যার জন্য সমস্ত রকম ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তার জন্য পুজোর চারদিন অন্য জেলা থেকে পুলিশ আনা হবে। চন্দননগর ও ভদ্রেশ্বরের প্রত্যেক অলিগলিতে সিসিটিভি থাকবে। ড্রোনেরও সাহায্য নেওয়া হবে। আমরা মনে করি, এ বছর যাতে মানুষ সুষ্ঠুভাবে জগদ্ধাত্রীপুজো দেখতে পারেন, তার জন্য সমস্ত রকম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এখানকার সমস্ত পুজোকমিটির সঙ্গে কথা বলেছি। ভাসানের দিন কীভাবে কোন রাস্তা দিয়ে প্রতিমাগুলো যাবে, তা-ও খতিয়ে দেখেছি। স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলছি, নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।