উদাসীন ইসিএল কর্তৃপক্ষ, প্রতিশ্রুতিই সার

Must read

সংবাদদাতা, আসানসোল : কয়েকদিনের মধ্যে ফের ভয়াবহ ধসের কবলে জামুড়িয়া (ECL- Jamuria) ব্লকের কেন্দা গ্রাম। এবার এই গ্রামের বাউড়িপাড়ায় বিশাল কুয়োর আকৃতির ধস নামায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার এ গ্রামের বাউড়িপাড়ার আইসিডিএস কেন্দ্রের পিছনে ধস নামে। চুম্পা, চম্পা ও সন্ধ্যা বাউড়িদের অভিযোগ, ইসিএলের (ECL- Jamuria) খনিগুলি থেকে কয়লা উত্তোলনের পর ঠিকমতো বালি দিয়ে ভরাট হয় না। এক শ্রেণির অসাধু ঠিকাদার আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে বালিভর্তি না করেই কোটি কোটি টাকার বিল তুলে নেয়। ফলে ভূগর্ভস্থ শূন্যস্থানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে চলেছে। এর কারণেই মাঝে মধ্যেই দেখা দিচ্ছে ভয়াবহ ধস। অতীতে খনি এলাকায় ধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। ধসে তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। গত কয়েকদিন আগেই এখানে ভয়াবহ ধসে তলিয়ে গিয়েছে আস্ত দুখানি কুয়ো। ফলে প্রাণ হাতে করে থাকতে হচ্ছে গরিব মানুষদের। অভিযযোগ, ধসের পর ইসিএল অফিসাররা ঘুরে যান। প্রতিবারই আশ্বাস দেওয়া হয় পুনর্বাসনের। কয়েকদিন যেতে না যেতেই সেই আশ্বাস হাওয়ায় মিলিয়ে যায়। এবারের ধস নিয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-মেডিক্যাল অফিসার নিয়োগ

Latest article