সংবাদদাতা, ঝাড়গ্রাম : হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বেশ কিছু দিন ধরে দলমার হাতির তাণ্ডব জেলার বিভিন্ন জায়গায়। সাঁকরাইল ব্লকে কয়েকদিন ধরে রাত হলেই চাষের জমিতে নেমে হাতিরা তাণ্ডব চালাচ্ছে। তছনছ করছে ফসল।
আরও পড়ুন-রাজ্যে প্রথম লটারি বিক্রেতাদের সংগঠন
হাঁড়িভাঙা, কাশিডাঙা, ডাহিচক, বাগমারি, ভালকিশোল, আঙ্গারনালি ইত্যাদি এলাকায়। মঙ্গলবার রাতে চাষের জমিতে ঢুকে ধানচাষের প্রচুর ক্ষতি করেছে। তাই হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে বুধবার সকাল থেকে ডাহিচক এলাকায় রাস্তার ওপর বাঁশের ব্যারিকেড তৈরি করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। সাঁকরাইল থানার পুলিশ, পরে বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে কথা বলেন। বন দফতরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।