নয়াদিল্লি : বহুচর্চিত মেয়েদের আইপিএল (Women’s IPL) নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিসিসিআইয়ের অন্দরমহলে। আগামী বছরের মার্চেই আইপিএলের ২২ গজে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেখার সম্ভাবনা প্রবল। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পাঁচটি দল নিয়ে শুরু হবে মেয়েদের টি-২০ ক্রিকেট লিগ (Women’s IPL)। দু’টি ভেনুতে হবে সবক’টি ম্যাচ। সব মিলিয়ে ম্যাচের সংখ্যা হবে কুড়িটি। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগের পর শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু’টি দলকে নিয়ে হবে এলিমিনেটর। যে জিতবে সে ফাইনাল খেলবে। বোর্ড সূত্রের খবর, প্রতিটি দল পাঁচজন করে বিদেশি প্রথম একাদশে রাখতে পারবে। বোর্ডের এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সঠিক ভারসাম্য রেখেই মেয়েদের আইপিএলের দল গড়া হবে। নজর রাখা হবে যাতে প্রতিটি দলই শক্তিশালী হয়। এতে টুর্নামেন্টের মান এবং জয়প্রিয়তা আরও বাড়বে। প্রত্যেকটি দলে ১৮ জন করে ক্রিকেটার থাকবে। এর মধ্যে ছ’জন বিদেশি। তবে প্রথম দলে পাঁচজনকে খেলানো যাবে। আপাতত এটাই ঠিক হয়েছে।’’