বিজেপি নেতার স্ত্রী খুনে দলের নেতাই বিপাকে

উত্তরাখণ্ডের বিজেপি নেতা গুরতাজ সিং ভুল্লার আরও বিপাকে। তাঁর ফার্ম হাউসে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জাফর আলিকে আশ্রয় দিয়েছিলেন।

Must read

প্রতিবেদন : উত্তরাখণ্ডের বিজেপি নেতা গুরতাজ সিং ভুল্লার আরও বিপাকে। তাঁর ফার্ম হাউসে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জাফর আলিকে আশ্রয় দিয়েছিলেন। উত্তরপ্রদেশ পুলিশের একটি টিম মোরাদাবাদ থেকে ধাওয়া করে ওই ফার্ম হাউসে গেলে তাদের ওপর গুলি চালায় জাফর ও তার সঙ্গীরা। তাতে মারা যান বিজেপি নেতার ২৮ বছর বয়সি স্ত্রী।

আরও পড়ুন-অকর্মণ্য মেট্রো কর্তৃপক্ষ, আবার টানেলে জল, বাড়িতে ফাটল, ভিটেহীন ১৪৩

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরাখণ্ড ও ইউপিতে। বিজেপির নেতা হয়ে নিজের ফার্মহাউসে দাগি দুষ্কৃতীকে শেল্টার দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। শুধু তাই নয়, সাঙ্গপাঙ্গদের নিয়ে পুলিশের অস্ত্র লুঠ করে তাদের কয়েকজনকে হস্টেজ করে রাখেন কাশীনগরের ওই বিজেপি নেতা। উল্টে পুলিশের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ আনেন তিনি। ইউপির এসএসপি হেমন্ত কুটিয়াল জানিয়েছেন, পুলিশের গুলিতে বিজেপি নেতার স্ত্রীর মৃত্যু হয়নি। পুলিশের রিভলভার কেড়ে তাদের আটকে রাখা হয়েছিল, তারা গুলি চালাবে কী করে। বিজেপি নেতা গুরতাজ সিং ভুল্লার ছাড়া আরও ৩০ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গোবলয়ে বেশিরভাগ বাহুবলী বিজেপি নেতাই যে ক্রিমিনাল পলিটিক্স করে তা আরও একবার প্রমাণিত হল।

Latest article