ক্যান্সার রোগীদের সুস্থ করার অঙ্গীকার

ক্যান্সার আক্রান্তদের জন্য অভিনব উদ্যোগ নিলেন বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, বসিরহাট : ক্যান্সার আক্রান্তদের জন্য অভিনব উদ্যোগ নিলেন বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। মারণরোগ অর্থাৎ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিহ্নিত করে প্রথম পর্যায়ে সুস্থ করে মূল জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়েছেন বসিরহাটের শিক্ষিত ছাত্রী ও মহিলারা। যা জেলা ও রাজ্যের মডেল হতে চলেছে। ‘

আরও পড়ুন-বিজেপি নেতার স্ত্রী খুনে দলের নেতাই বিপাকে

ক্যান্সার মানেই মানুষের ধারণা নিশ্চিত মৃত্যু। আর তার থেকে বাঁচিয়ে আনার সংকল্প নিয়েছেন বসিরহাট ১ ও ২ নম্বর ব্লক, বসিরহাট ও টাকি পুরসভার গ্রামের কলেজ পড়ুয়া থেকে শুরু করে গ্রামের শিক্ষিত মহিলারা। ইতিমধ্যে ৫০ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়েছে। যাঁদের প্রথম পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ তথা স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর এইসব শিক্ষিত ছাত্রী থেকে শুরু করে মহিলারা। আর সেই উদ্যোগকে মহকুমা, জেলা তথা রাজ্যের মডেল তৈরি করার সংকল্প নিয়েছেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়‌। তিনি বলেন, ‘‘এর ফলে শিক্ষিত ছাত্রী ও মহিলাদের কর্মসংস্থান হবে। ক্যান্সারে আক্রান্তদের প্রথম পর্যায়ে চিকিৎসা করে তাঁদের নতুন জীবনের ফিরিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রথম পর্যায় এই কাজ শুরু করেছি। জেলা ও রাজ্যে এটাই হবে মডেল।”

Latest article