ফের ভাষা-সন্ত্রাস দিলীপের মুখে

তিনি প্রাতঃভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন তার সামনেও চলে বিক্ষোভ।

Must read

প্রতিবেদন : শুধুমাত্র কুকথা বললে ভুল বলা হবে। গেরুয়া শিবিরের চরম রাজনৈতিক কুশিক্ষা, অসহিষ্ণুতা এবং নিম্নরুচির এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ১০০ দিনের কাজের টাকার দাবিতে শুক্রবার সকালে বেলদায় দিলীপ ঘোষের সামনে কেন্দ্রবিরোধী স্লোগান তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-ক্যান্সার রোগীদের সুস্থ করার অঙ্গীকার

দিন আনা দিন খাওয়া দিনমজুররা স্লোগান দেন দিলীপের বিরুদ্ধেও। আর তাতেই মেজাজ হারিয়ে গেরুয়া সহ সভাপতির হুঙ্কার, বুকে পা তুলে দেব। খেটে খাওয়া মানুষ তাঁদের ন্যায্য দাবির কথা জানাতে গিয়ে চরম অপমানিত, লাঞ্ছিত হলেন গেরুয়া সাংসদের কাছে। তাঁর প্রাতঃভ্রমণে মাঝেই এই গণতন্ত্রের পক্ষে চরম লজ্জাজনক এই কাণ্ডটি বাঁধিয়ে বসলেন দিলীপ। খেটে খাওয়া জনতার ‘গো ব্যাক’ ধ্বনির মুখেও পড়লেন। দিলীপের এই অশ্লীল মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন, শালীনতা সীমা ছাড়িয়েছেন দিলীপ ঘোষ। যাঁদের বুকে পা তুলে দেবেন বলছেন দিলীপ, মনে রাখতে হবে তাঁদেরও পা আছে। তাই অযথা প্ররোচিত করবেন না।

আরও পড়ুন-বিজেপি নেতার স্ত্রী খুনে দলের নেতাই বিপাকে

তিনি প্রাতঃভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এর আগে বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন জননেত্রী। একশো দিনের কাজ থেকে শুরু করে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, বারবার অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন একাধিকবার।

Latest article