প্রতিবেদন : রাজ্যের বিরোধী দলনেতাকে আবার নোটিশ পাঠাল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। বিজেপির একটি জনসভায় ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে এই নোটিশ। ২০২১-এর ১৯ জুন বিজেপি তমলুকে একটি সভা করেছিল। সেখানে রাজ্যের বিরোধী নেতা একটি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন-প্রভাতকুমার কলেজে দুর্নীতি তদন্তে বিশেষ প্রতিনিধি দল
তমলুক থানার পুলিশ তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তারই তদন্তকারী অফিসার তমলুক থানার সাব-ইনস্পেক্টর তরুণকুমার সাধুখাঁ ১৩ অক্টোবর বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠালেন। এর আগেও ওঁকে জিজ্ঞাসাবাদের জন্য স্থান, কাল, সময় জানতে চাওয়া হয়েছিল। আজ পর্যন্ত তিনি জানাননি। ফলে সেই মামলায় বিরোধী দলনেতাকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে বলে জানিয়েছে তমলুক থানার পুলিশ। এই নিয়ে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তমলুক থানার পুলিশের পক্ষ থেকে করা এই মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এখন বিরোধী দলনেতা পুলিশের এই নোটিশের পর, তমলুক থানায় হাজিরা দেন কি না সেটাই দেখার।