অবৈধ মাদক দ্রব্য-সহ গ্রেফতার বিজেপি নেতা

এই ঘটনা জানাজানি হতেই সাধারণ মানুষও উত্তেজিত। তাঁরা এই দুর্নীতির জন্য কঠোর শাস্তি দাবি করেছেন ধৃত বিজেপি নেতার।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : অবৈধ মাদকদ্রব্য-সহ বিজেপি নেতা সুমন বর্মনকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি সংলগ্ন বিহার সীমান্ত এলাকা থেকে। বহুদিন থেকেই এই বিজেপি নেতা নিষিদ্ধ কাফ সিরাপ কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে খবর ছিল। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ সুমনকে হাতেনাতে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে অবৈধ ২৫ বোতল কাফসিরাপ উদ্ধার হয়।

আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতাকে ফের নোটিশ পাঠাল তমলুক পুলিশ

এই সুমন গত মহকুমা পরিষদ নির্বাচনে খড়িবাড়ি থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিপদে লড়াই করেছিলেন। হেরে যাওয়ার পরে তাঁকে এলাকায় তেমনভাবে আর দেখা যেত না। বহুদিন ধরে সুমন অবৈধ নেশার দ্রব্য ও জাল মদের ব্যবসার সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে খবর ছিল। বিহারে যে কোনও নেশার দ্রব্য ও মদ নিষিদ্ধ। তাই বেশি দামে সেগুলো পাচারের সঙ্গে যুক্ত এই বিজেপি নেতা। শুক্রবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলে পুলিশ। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, অভিযুক্ত বিজেপি নেতার সুমন বর্মন নেশার দ্রব্য পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে শুনেছি। যারা দোষী, তাদের শাস্তি হওয়া উচিত। পুলিশ প্রশাসন আইন অনুযায়ী কাজ করেছে। এই ঘটনা জানাজানি হতেই সাধারণ মানুষও উত্তেজিত। তাঁরা এই দুর্নীতির জন্য কঠোর শাস্তি দাবি করেছেন ধৃত বিজেপি নেতার।

Latest article