দুই বিজেপি নেতার কুকীর্তি সামনে, আরও বিপাকে সৌমেন্দু, ভাতা ৬ হাজার, তাতে কীভাবে বিদেশ সফর

অস্বস্তি বাড়িয়েছে কাঁথি থানার আরও একটি নোটিশ। সৌমেন্দু পুরপ্রধান থাকাকালীন ২০১৯-এ ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট দেখতে যান।

Must read

প্রতিবেদন : পুরপ্রধান হিসাবে পেতেন মাসে ৬ হাজার টাকা। সেই তিনিই ২০১৯ সালে সপার্ষদ ইংল্যান্ডে যান বিশ্বকাপ ক্রিকেট দেখতে। কোথা থেকে এত টাকা পেলেন, খোঁজ শুরু করল কাঁথি থানার পুলিশ। নতুন বিপদের মুখে রাজ্যের বিরোধী দলনেতার ভাই তথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন্দু অধিকারী।

আরও পড়ুন-অবৈধ মাদক দ্রব্য-সহ গ্রেফতার বিজেপি নেতা

শুক্রবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল। গত কয়েকদিনে এই নিয়ে তিনবার কাঁথি থানায় হাজিরা দিলেন প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু। পুরসভার পথবাতি কেলেঙ্কারি, সারদার ফাইল লোপাট নিয়ে দু’দফায় ১০ ঘণ্টা ও সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে এদিন ২০২১-এ দোলের দিনে কাঁথি ১৫ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ করা হল। হামলায় সৌমেন্দু ছিলেন বলে অভিযোগ। বেলা সাড়ে বারোটা নাগাদ থানায় আসেন সৌমেন্দু। এছাড়াও শ্মশান কেলেঙ্কারি এবং প্রভাতকুমার কলেজে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে ওঁর বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের মুখে বিস্তর অভিযোগ ও তদন্ত নিয়ে সৌমেন্দু এবং বিজেপি রীতিমতো অস্বস্তিতে।

আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতাকে ফের নোটিশ পাঠাল তমলুক পুলিশ

অস্বস্তি বাড়িয়েছে কাঁথি থানার আরও একটি নোটিশ। সৌমেন্দু পুরপ্রধান থাকাকালীন ২০১৯-এ ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট দেখতে যান। সঙ্গে ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খান, প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার ও ঠিকাদার রামচন্দ্র পণ্ডা। বেশ কয়েকদিন তাঁরা ইংল্যান্ডে ছিলেন। সৌমেন্দু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দেখতেও বিদেশ সফর করেছিলেন বলে অভিযোগ। এইসব সফরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল। তার উৎস কী, জানতে চেয়েছে পুলিশ।

Latest article