সংবাদদাতা, বারাকপুর : উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ছ’দিন নিখোঁজ থাকার পর গত ১০ অক্টোবর উদ্ধার হল কাঁচরাপাড়ার সৌরভের মৃতদেহ। আজ শনিবার দেহ বাড়িতে আসবে। ১২ সেপ্টেম্বর উত্তর কাশীর উত্তরাখণ্ডের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে ট্রেকের অনুশীলন করতে যান সৌরভ। ৪১ জনের দলের একজন সদস্য ছিলেন তিনি। সৌরভের পরিবার চরম গাফিলতির অভিযোগ এনেছে উত্তর কাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন-হিলি-বালুরঘাট রেলপ্রকল্প, সক্রিয় রাজ্য সরকার, শুরু হল জমি অধিগ্রহণ
১০ দিন হয়ে গেলেও কেন তাঁরা তাঁদের পরিজনের দেহ বাড়িতে ফেরাতে পারলেন না। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশ্বাস পরিবার তাঁদের ছেলেকে অতি শীঘ্রই ফিরে পেতে আবেদন জানিয়েছিলেন। তবে মৃত সৌরভের পরিজনদের অভিযোগ, কী করে এখনও ২৭ জনের মৃত্যু ও দু’জন নিখোঁজ এবং তাঁদের উদ্ধার না করে, ১৮ অক্টোবরই আবার ট্রেকিং অনুশীলন শুরু করে? পরিবারের কাছে ৪ অক্টোবর খবর আসে সৌরভ বিশ্বাস নিখোঁজ। টানা ১০ অক্টোবর পর্যন্ত কোনও খবর পাননি সৌরভের পরিবার। এরপর এল মর্মান্তিক মৃত্যুর খবর।