হিলি-বালুরঘাট রেলপ্রকল্প, সক্রিয় রাজ্য সরকার, শুরু হল জমি অধিগ্রহণ

রাজ্য সরকারের সদিচ্ছায় দীর্ঘ প্রতীক্ষিত হিলি-বালুরঘাট রেলপ্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। শুরু হচ্ছে জমি অধিগ্রহণের কাজ।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: রাজ্য সরকারের সদিচ্ছায় দীর্ঘ প্রতীক্ষিত হিলি-বালুরঘাট রেলপ্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। শুরু হচ্ছে জমি অধিগ্রহণের কাজ। ২০১১-র ডিসেম্বরে রেলমন্ত্রক বালুরঘাট থেকে হিলি ২৯ কিলোমিটার রেলপথ স্থাপনের অনুমোদন দেয়। তবে কাজ তেমন এগোয় না। ফাঁকতালে রেলের অনুমোদনের বিষয়টি নিয়ে নির্বাচনী প্রচারে ভোটারদের মনজয়ের চেষ্টা করে বিজেপি। প্রকল্পের টাকায় রেলব্রিজের জন্য একাধিক জায়গায় পিলার নির্মাণ করা হয়। একই সঙ্গে জমি অধিগ্রহণের নোটিশও পৌঁছয় জমিমালিকদের কাছে। পিলার নির্মাণের টাকা মিটিয়ে দিলেও রেলপ্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য অর্থবরাদ্দ বাড়ানোর বদলে কমাতে থাকে।

আরও পড়ুন-বাণগড় নিয়ে কেন্দ্রের উপেক্ষায় তোপ সাংসদের

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, বালুরঘাট-হিলি বাস্তবায়নের জন্য তাঁরা রাজ্য সরকারের কাছে অগাস্ট মাসে প্রস্তাব পাঠিয়েছিলেন। পাঠানো প্রস্তাবে বেশ কিছু সংশোধন করে গত পয়লা সেপ্টেম্বর ফের পাঠানো হয়। সেই প্রস্তাব কার্যকর করতে রাজ্য সরকার ২৬ সেপ্টেম্বর অনুমতি দিয়েছে। জেলাশাসক জানান, প্রায় ৩৮৫ একর জমি প্রয়োজন। অধিগ্রহণের জন্য প্রথমে তাঁরা ড্রাফট নোটিফিকেশন তৈরি করছেন। পরে রেল মন্ত্রকের পক্ষে দিল্লি থেকে নোটিফিকেশন হবে। জমি অধিগ্রহণের তালিকায় কোন কোন প্লট থাকবে, কতজনের জমি অধিগ্রহণ করা হবে, তার তালিকা জেলা প্রশাসন প্রস্তুত করছে। তিনি বলেন, রাজ্য সরকারের স্পষ্ট নীতি, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। আলোচনা করে ক্ষতিপূরণ দিয়েই জমি অধিগ্রহণ করা হবে।

Latest article