বাণগড় নিয়ে কেন্দ্রের উপেক্ষায় তোপ সাংসদের

দক্ষিণ দিনাজপুরের অন্যতম ঐতিহাসিক স্থান বাণগড় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুরের অন্যতম ঐতিহাসিক স্থান বাণগড় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বলেন, কেন্দ্রীয় সরকার শুধু পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি আর দেশের সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত, দেশের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে তাদের কোনও নজর নেই। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাণগড় একটি ইতিহাস বিজড়িত স্থান। বাণগড়ে খননকার্যের পরে মাটির নিচে থাকা ঐতিহাসিক নিদর্শ ইতিমধ্যেই সামনে এসেছে।

আরও পড়ুন-বিরোধীরা মহাভারত রচনা করছেন, কটাক্ষ শতাব্দীর

যদিও বিভিন্ন সময়ে ইতিহাস-গবেষক থেকে শুরু করে জেলাবাসীদের দাবিতে কর্ণপাত না করে ভারত সরকার গঙ্গারামপুরের বানগড়ে খননকার্য বন্ধ রেখেছে। রাজ্যসভার সাংসদ দক্ষিণ দিনাজপুরে এসে গঙ্গারামপুরের বাণগড় ও বাণগড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাণগড়ের বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বলেন, আপনারা দেখেছেন শতাব্দীপ্রাচীন পার্লামেন্ট ভেঙে নতুন পার্লামেন্ট তৈরি করেছে, সেখানে পুরনো দিনের অশোকস্তম্ভের চিত্রকেও পাল্টে দিচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তোপ দেগে শান্তনু বলেন, ভারতের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে যে ভারত সরকার ধরে রাখবে, তার কোনও প্রচেষ্টা ভারত সরকারের নেই, সুতরাং ভারত সরকারকে অনুরোধ করব, তারা এসে দেখুক, এটাকে তারা রক্ষণাবেক্ষণ করলে ইতিহাসের অনেক রসদ পাওয়া যাবে।

Latest article