সংবাদদাতা, জলপাইগুড়ি : মাল (Mal River Accident) নদীর হড়পা বানে মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সাবধান প্রশাসন। বিসর্জনঘাটের ভয়াবহ ঘটনার জেরে এবার মেটেলি ব্লকের তিনটি পাহাড়ি নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি জেলা পুলিশ। সাধারণ মানুষ যেন কোনওভাবেই ওই নদীগুলিতে না নামেন, তার জন্য এদিন নদীগুলির সামনে বোর্ড লাগিয়ে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে। মেটেলি ব্লকের মুর্তি, কুর্তি ও নেওড়া নদীকে বিপজ্জনক বলে ঘোষণা করে পুলিশের তরফে এই সাইন বোর্ড লাগানো হল। এই তিন নদীও পাহাড়ি নদী। মাল (Mal River Accident) নদীতে হড়পা বানে ভেসে আটজনের মৃত্যু হয়। এই তিন নদীতেও মাঝে-মধ্যে হড়াপা বান আসে। মাল নদীর দুর্ঘটনা ঠেকাতেই পুলিশের এই উদ্যোগ। মেটেলি থানার পুলিশকর্মীরা ইতিমধ্যে মূর্তি, কুর্তি ও নেওড়া নদীর সেতু এলাকায় ‘বিপজ্জনক নদী বলে নদীতে নামা নিষিদ্ধ’র বোর্ড লাগিয়ে দিয়েছে। কালীপুজোর পরেই ছটপুজো। ছটপুজো মূলত নদীতেই হয়। তাই নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে বা ছটপুজো নিরাপদে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।