নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রাম, উদাসীন বিজেপি পঞ্চায়েত

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: বীরকিটি নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হতে বসেছে আস্ত গ্রাম, কিন্তু তা নিয়ে কোনও হেলদোল নেই ফালাকাটা (Falakata-Alipurduar) ব্লকের বিজেপি-শাসিত জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের। বারবার জানানো সত্ত্বেও কোনও ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েত বা প্রধানের। আলিপুরদুয়ার জেলার ফলাকাটা (Falakata-Alipurduar) ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিনগর পূর্বপাড়ার মানুষরা পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর আশঙ্কায় প্রহর গুনছেন। দাবি, বহুবার জানানোর পরেও পাড়ে বাঁধ দেওয়া হয়নি। ফলে আলিনগর পূর্বপাড়ায় ইতিমধ্যে নিশ্চিহ্ন যাতায়াতের একমাত্র রাস্তাটি। ভয়ে ভিটেমাটি ছাড়ার প্রস্তুতি নিয়েছে বহু পরিবার। পঞ্চায়েতের ভাঙন রোধে কোনও ব্যবস্থা না থাকায় প্রতিবছর বহু কৃষিজমি, গাছ, বাগান, বাড়ি তলিয়ে যায় নদীতে। গ্রামে ঢোকার রাস্তাটি ছিল নদীর ধারে। সেটিও নিশ্চিহ্ন। প্রায় ১৫টি পরিবারের যাতায়াতের উপায় নেই। অন্যের ধানজমি বা উঠোন দিয়ে চলাচল করতে হচ্ছে। স্কুলেও যেতে পারছে না পড়ুয়ারা। স্থানীয় যুব তৃণমূল সভাপতি দিলীপ রায়ের অভিযোগ, ‘বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েত কোনও চিন্তাভাবনা করে না। আমরা দাবি জানিয়েছিলাম, অন্তত বর্ষার আগে অস্থায়ী বাঁধ দেওয়া হোক । সে-কথা তারা কানে তোলেনি। তবে আমরা, তৃণমূল কংগ্রেস বাসিন্দাদের পাশে আছি সব সময়।’

আরও পড়ুন-মেট্রোর তরফের আর্থিক সহায়তা ঘোষণা মেয়রের

Latest article