আগরতলা: আগামী ১৫ই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি উপলক্ষ্যে বৈঠক করলেন ত্রিপুরা তৃণমূলের শীর্ষনেতারা। ছিলেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, আশিসলাল সিং, মামুন খান, শর্মিষ্ঠা দেব, প্রকাশ দাস, তাপস রায়সহ নেতানেত্রীরা। ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বাংলা থেকে সহযোগিতায় যাওয়া জয়া দত্ত, পারমিতা সেন, শক্তিপ্রতাপ সিং, সাদাব সিদ্দিকী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়রাও ছিলেন। পদযাত্রার খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকের পর তৃণমূল নেতৃত্ব বলেন,” ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছে অভিষেক ব্যানার্জি। মানুষ তৃণমূলকেই প্রকৃত বিকল্প ভাবছেন। বিজেপির সন্ত্রাস, অপশাসনের বিরুদ্ধে আর উল্টোদিকে শান্তি আর উন্নয়নের লক্ষ্যে পদযাত্রা হবে।”
আরও পড়ুন-‘মমতার উন্নয়নকে স্বীকারের জন্য ‘ঠগী’ যোগীকে ধন্যবাদ!’ বিজ্ঞাপনকাণ্ডে তোপ ডেরেকের
দুপুর দুটোয় পদযাত্রা শুরু হবে রবীন্দ্র ভবন থেকে। শেষ হবে ওরিয়েন্ট চৌমহনীতে। সেখানে বক্তব্য রাখবেন অভিষেক।
এদিকে রবিবারও এখানে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান অব্যাহত আছে। দুপুরে তপশিলী জাতি,উপজাতিভুক্ত কর্মীদের নিয়ে সভা হয়। ছিলেন সুস্মিতা দেব, কুণাল ঘোষ, সুবল ভৌমিক। আইনজীবী অয়ন চক্রবর্তীও উপস্থিত ছিলেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলী জাতি, উপজাতিদের জন্য কী কী করেছেন এবং ত্রিপুরায় বিপ্লব দেব কীভাবে তাদের অবজ্ঞা করেন, তা বিশ্লেষণ করেন কুণাল।
সুস্মিতা বোঝান কীভাবে সংগঠনকে আরও মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে অনেকে তৃণমূলে যোগ দেন। বিকেলে আরেকটি অনুষ্ঠানে আরও কয়েকজনের তৃণমূলে যোগদানের পতাকা তুলে দেন মামুন খান। অভিষেকের পদযাত্রা নিয়ে ত্রিপুরায় মানুষের উদ্দীপনার পারদ ক্রমশ বাড়ছে।