সংবাদদাতা, শান্তিনিকেতন : পরীক্ষার খাতায় উত্তর জানা না থাকলে ফাঁকা রাখতে হয়। বিশ্বভারতীর ক্ষেত্রে অবশ্য জেনেবুঝে ঘর ফাঁকা রেখে উত্তর দিতে হবে কলকাতা শাখার কেন্দ্রীয় ডিরেক্টর জেনারেল অফ অডিটের নির্দিষ্ট তথ্য চেয়ে পাঠানো চিঠির জবাবে। কারণ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একজন স্থায়ী পদাধিকারী হয়েও, বহু পদ ফাঁকা রেখে দিয়েছেন।
এ ব্যাপারে ভিভিউফা নামে বিশ্বভারতীর এক অধ্যাপক সংগঠন বিভিন্ন সময়ে সরব হয়েছে। তারা প্রধানমন্ত্রীর দফতর-সহ বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছে। সহ-উপাচার্য থেকে কর্মসচিব, ফিনান্স অফিসার ইত্যাদি ১১টি গুরুত্বপূর্ণ পদ খালি। ডিজি অডিটের কলকাতা শাখার আধিকারিক জানতে চেয়েছেন এ নিয়েই। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন।