বউবাজারে গৃহহীনদের পাশে রাজ্য

Must read

মানুষের পাশে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস (Bowbazar- TMC)। মেট্রোর কাজে গৃহহীনদের অভিযোগ লিপিবদ্ধ করাতে ক্যাম্প অফিস খুলল পুলিশ, পুরসভা যৌথভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রবিবার ছুটির দিনে ওই ক্যাম্প অফিস শুরু হয়েছে গোয়েঙ্কা কলেজে। বাড়ির মালিকরা এসে তথ্য প্রমাণ দিয়ে ওখানে অভিযোগ লিপিবদ্ধ করছেন। এই সব অভিযোগ কেএমআরসিএলকে পাঠিয়ে দেওয়া হবে। মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্তদের যে কোনও ধরনের অভিযোগ শুনতে স্থানীয় জনপ্রতিনিধি এবং মুচিপাড়া থানার পুলিশ বউবাজার এলাকায় যৌথভাবে এই ক্যাম্প চালু করল। মদন দত্ত লেন এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনতে গোয়েঙ্কা কলেজে রবিবার সকাল থেকে এই শিবির চালু করা হয়েছে বলে নবান্ন থেকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের থাকা-খাওয়ার কোনও সমস্যা হচ্ছে কি না, তা শোনা হচ্ছে এই ক্যাম্পে। অন্যান্য আনুষঙ্গিক সমস্যার কথাও শোনা হচ্ছে। শনিবার নবান্নে বৈঠকের পরে এই এলাকায় এসেছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। মুখ্য সচিব-সহ কলকাতা পুরসভার পদাধিকারিরা। তারপরের দিনই মানুষের সাহায্যের জন্য খোলা হল এই ক্যাম্প। শোনা হচ্ছে সমস্ত অসুবিধার কথা। যতটা সম্ভব আপাতত তার সমাধানও করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে সকলের স্বাস্থ্যেরও। ক্যাম্পে উপস্থিত আছেন কলকাতা পুরনিগম, কেএমআরসিএল, কলকাতা পুলিশের আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। ঘরছাড়ারা আপাতত আছেন স্থানীয় হোটেলে। অস্থায়ী আশ্রয় থেকে কবে স্থায়ী আশ্রয়ে ফিরতে পারবেন ঘরছাড়ারা, সেই অপেক্ষাতেই দিন গুজরান হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ২০১৯ সালে প্রথম দেখা দিয়েছিল ফাটল। তারপর চলতি বছরে দুর্গাপিতুরি লেনে ফাটল দেখা দিয়েছিল। ফের সেই স্মৃতি উসকে দিয়েছে মদন দত্ত লেনের (Bowbazar- TMC) ঘটনা।

আরও পড়ুন: দরখাস্ত করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী-সহ ২৫টি বিষয়ে, ১ নভেম্বর থেকে শুরু দুয়ারে সরকার

Latest article