প্রতিবেদন : শনিবারই উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গে তাঁর আয়ু আর মাত্র দিন তিনেক। হাওয়া অফিসের তরফে এমনই জানান হয়েছে। এই খবরে উৎকণ্ঠা অনেকটাই কমেছে রাজ্য স্বাস্থ্য দফতরের। কারণ হল ডেঙ্গি (Dengue- West Bengal)। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে সাধারণ ভাবে ডেঙ্গির প্রকোপও কমতে থাকে। গত কয়েক বছর ধরে এমনই দেখা যাচ্ছে। বর্ষা আসতেই এ বছর ডেঙ্গি (Dengue- West Bengal) আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। মৃত্যুও হয়েছে অনেকের। তবে ডেঙ্গি মোকাবিলায় সতর্ক আছে প্রশাসন। আম জনতাকে সতর্ক করা ছাড়াও ডেঙ্গি রুখতে এর মধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় সংশ্লিষ্ট সব দফতরকে জেলাগুলির সঙ্গে আরও সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার নবান্নে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপার এবং পুলিশকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন। সরকারি হিসেব বলছে, এ-বছর রাজ্যে প্রায় ৩১ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।