তিনদিনের উত্তরবঙ্গ সফর আজ আসছেন মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (North Bengal- Mamata Banerjee)। সফরের প্রস্তুতির জন্য ব্যস্ত প্রশাসনিক আধিকারিকরা। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে চলে যাবেন মালবাজারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মালবাজারে হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি (North Bengal- Mamata Banerjee)। বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিবার শিলিগুড়িতে পুলিশের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী করা হয়। এবারও শিলিগুড়ির অদূরে কাওয়াখালি এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করতে চলেছে শিলিগুড়ি পুলিশ। ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য কাওয়াখালির মাঠ চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও পুলিশ। পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ও জেলাশাসক এস পুন্নাবালম মাঠ পরিদর্শন করেছেন। জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রী মালবাজার থেকে হেলিকপ্টারে কাওয়াখালির মাঠে নেমে অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে তাঁর উত্তরকন্যার অতিথি নিবাসে থাকার কথা। বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে আবার কলকাতায় ফেরার কথা রয়েছে। শিলিগুড়িতে পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন-মার্কিন সংবাদপত্রে বিজ্ঞাপন: মোদির ভারতে ধ্বংস হয়েছে আইনের শাসন

Latest article