চলে গেলেন প্রখ্যাত চিকিৎসক ডাঃ দিলীপ মহলানবিশ (Dr Dilip Mahalanabis)। ওআরএস-এর আবিষ্কর্তা হিসেবেই তাঁকে চেনে গোটা দুনিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বয়সজনিত নানা রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। শনিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগাগোড়া প্রচার বিমুখ ডাঃ দিলীপ মহলানবিশ (Dr Dilip Mahalanabis) নুন-চিনি মেশানো জল খাইয়ে আফ্রিকার বহু মানুষের বিশেষ করে শিশুদের প্রাণ বাঁচিয়েছিলেন। দীর্ঘদিন তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব সামলেছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানিয়ে ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ওআরএস-র জনক এই চিকিৎসকের মুক্তিযুদ্ধে বিরাট অবদান ছিল। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
আরও পড়ুন-মার্কিন সংবাদপত্রে বিজ্ঞাপন: মোদির ভারতে ধ্বংস হয়েছে আইনের শাসন