প্রতিবেদন : রবিবার থেকে শুরু হয়েছে চিনা কমিউনিস্ট পার্টির ২০ তম পার্টি কংগ্রেস। পার্টি কংগ্রেসের প্রথম দিনেই গালওয়ান উপত্যকার এক ভিডিও সামনে এনে বিতর্ক তৈরি করেছে বেজিং। সেই ভিডিওকে কেন্দ্র করে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। চিন নিয়ে মোদি সরকারের নীতির তীব্র সমালোচনা করে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সোমবার ট্যুইট করন, হিন্দি চিনি ভাই ভাই স্লোগান তুলে আকসাই চিন এবং অরুণাচল চিনের দখল করার খবর লুকিয়ে ১৯৬২ সালে কংগ্রেসের নৈতিক মান ধ্বংস করেছিলেন নেহরু।
আরও পড়ুন-মালবাজারে বিধ্বংসী হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস
২০২২ সালে নেহরুর মতোই প্রকৃত সত্য লুকিয়ে যাচ্ছেন মোদি। চিনের আগ্রাসনের বিষয়টি বেমালুম চেপে যাচ্ছে মোদি সরকার। তাই প্রধানমন্ত্রীর উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। মোদির সঙ্গে ১৮ বার আলোচনার পরেও চিনা প্রেসিডেন্ট জিনপিং গালওয়ানে তাঁদের জয় হয়েছে বলে দাবি করছেন। এটা ভারতমাতাকে অপমান। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা মোদি সরকারকে কটাক্ষ করে ট্যুইট করেন, স্বাধীনতার পর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত গোগরা হট স্প্রিংয়ের ১৭ নম্বর পয়েন্ট পর্যন্ত টহলদারি চালাত ভারত। এটাই ছিল প্যাংগং টিএসও উপত্যকায় আমাদের সেনাবাহিনীর অবস্থান। কিন্তু আমাদের ভূখণ্ড দখল করেছে চিন৷ তবু মাথা নত করছে কেন্দ্র৷