দুর্নীতিতে ডুবে শীর্ষস্তরের রেলকর্তা

সংস্থার তহবিল থেকে বাড়ির যাবতীয় খরচ চালানোরও অভিযোগ উঠেছে রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বা আইআরএফসির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

Must read

নয়াদিল্লি : নিজের বাড়িকেই রেলের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থার গেস্টহাউস হিসেবে দেখিয়ে ফেঁসে গেলেন শীর্ষ রেলকর্তা। শুধু তাই নয়, সংস্থার তহবিল থেকে বাড়ির যাবতীয় খরচ চালানোরও অভিযোগ উঠেছে রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বা আইআরএফসির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেইসঙ্গে বিশাল অঙ্কের চিকিৎসা খরচ, ব্যক্তিগত পাসপোর্টে বিদেশ ভ্রমণে দীর্ঘমেয়াদি ভিসার খরচ, মুদিখানার খরচ, সব্জি, শুকনো ফল, কম্পিউটার, শৌচাগারের দামি সরঞ্জাম থেকে বাসনপত্র সব খরচই চলেছে আইআরএফসির টাকায়। প্রসঙ্গত, পরিকাঠামো সহ নানা সরঞ্জাম কিনতে রেলকে টাকা ধার দেয় আইআরএফসি।

আরও পড়ুন-চিননীতি নিয়ে ফের কেন্দ্রকে তোপ

এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই শীর্ষকর্তার এই বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগ সামনে এল। রেলের তরফে করা ভিজিল্যান্স তদন্তে দেখা গিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে প্রতিমাসে ২ লক্ষ টাকা লিজে দিল্লির গ্রিন পার্কের একটি বাড়িকে সংস্থার গেস্টহাউস হিসেবে দেখান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তারপরেই সপবিরারে চার বেডরুমের বিশাল বাড়িতে থাকতে শুরু করেন। তাঁর জন্য ব্রিটেনে দীর্ঘমেয়াদি ভিসা বাবদ বিপুল টাকা খরচ হয় রেলের তহবিল থেকে৷ এতদিন ধরে বিরাট দুর্নীতি চলছিল কীভাবে উঠছে প্রশ্ন। এখন সিবিআই তদন্তের মুখে রেলকর্তা।

Latest article