সংবাদদাতা, বালুরঘাট : তেলেঙ্গানার নালগোন্ডা শহরের মতো রোজ নির্দিষ্ট সময়ে বালুরঘাট শহরেও বাজবে জাতীয় সঙ্গীত (national anthem)। তেলেঙ্গানার নালগোন্ডা শহরের প্রধান ১২টি মোড়ে প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে বাজানো হয় জাতীয় সঙ্গীত। শহরবাসী দাঁড়িয়ে সমবেতভাবে গান করেন।
আরও পড়ুন-কেন্দ্র উদাসীন, বিজেপি সাংসদ-বিধায়কেরাও, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন ব্যবসায়ীরা
২০২০ সালে লাদাখের ভারত-চিন সীমান্তে চিনা সেনাকে নাস্তানাবুদ করা ভারতীয় সেনার শহিদ কর্নেল সন্তোষ বাবুর জন্ম নালগোন্ডায়। সেই শহরের এই রীতি এবার চালু হতে চলেছে বালুরঘাটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে বালুরঘাট শহরের থানা মোড়ে প্রতিদিন লাউন্ড স্পিকারে বাজবে। পরে শহরের অন্যত্র। এ নিয়ে চেয়ারম্যান অশোক মিত্র, বিপুলকান্তি ঘোষ প্রমুখ বালুরঘাটের থানা মোড় এলাকা পরিদর্শন করেছেন।