৩০০ বছরের ডাকাতেকালী, আজও পূজিতা গোবরজনায় 

এছাড়াও মন্দির সংলগ্ন  কালিন্দী নদীর তীরে পুজোর ক’টা দিন বসে  বিশাল মেলা। কথিত আছে, এই কালীপুজো ডাকাতদের সৃষ্টি। দেবী চৌধুরানির সঙ্গে সংযোগ রয়েছে বলে অনেকে মনে করেন।

Must read

মানস দাস, মালদহ: মালদহ শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতে গোবরজনা গ্রাম। কালীপুজোর আগে সেজে উঠেছে ঐতিহ্যবাহী গোবরজনা কালীমন্দির। জেলা তথা উত্তরবঙ্গের কালীপুজোগুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যে অন্যতম এটি। রতুয়া ২ নং ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের গোবরজনার কালীপুজোয় বিভিন্ন জেলা থেকে ভক্তেরা আসেন। এমনকী, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড থেকেও প্রচুর ভক্তসমাগম হয়।

আরও পড়ুন-বালুরঘাটেও প্রতিদিন বাজবে জাতীয় সঙ্গীত

মন্দিরে বলির প্রথা রয়েছে। এছাড়াও মন্দির সংলগ্ন  কালিন্দী নদীর তীরে পুজোর ক’টা দিন বসে  বিশাল মেলা। কথিত আছে, এই কালীপুজো ডাকাতদের সৃষ্টি। দেবী চৌধুরানির সঙ্গে সংযোগ রয়েছে বলে অনেকে মনে করেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা কালিন্দী দিয়ে এককালে ব্যবসা-বাণিজ্য চলত। ডাকাতদের হাতে একসময়ের পূজিতা দেবীকে নিয়ে রয়েছে নানা লোককাহিনি। ডাকাতির আগে ও পরে নদীতীরে কালীর পুজো করত ডাকাতরা। সেই প্রাচীন রীতিনীতি মেনেই পুজো হয়। এলাকার জ্যোতিষ চৌধুরী পরিবার বংশ পরম্পরায় প্রায় ৩০০ বছর এই পুজো করে আসছে। পরিবারের শ্যামাপদ চৌধুরী বলেন, এবারও প্রায় কয়েক হাজার পাঁঠাবলি হবে।

Latest article