সংবাদদাতা, বসিরহাট : মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এগিয়ে চলেছে তৃণমূল। হাজার চেষ্টা করেও সাদা আটপৌরে শাড়িতে কেউ কালি লাগাতে পারবে না। মঙ্গলবার বিকেলে বসিরহাটের বাদুড়িয়া ব্লকের বাদুড়িয়া পাইকারি হাটের বিজয়া সম্মিলনীতে এসে প্রকাশ্য জনসভায় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এমনই মন্তব্য করেন। অন্যায় করলে শাস্তি হবেই। আমাদের দলে দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মীদের কোনও জায়গা নেই। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা আগামী দিনে পঞ্চায়েতে টিকিট পাবে না।
আরও পড়ুন-কালীপুজোয় শব্দবাজি নয়, পথে নামছে সারমেয়রা
পাশাপাশি বলেন, আমি পার্থ ভৌমিক অন্যায় করতে পারি, নারায়ণ গোস্বামী অন্যায় করতে পারে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করবেন না। আগামী পঞ্চায়েত ভোটে আপনারা মা-বোনেরা এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দিন। মমতার বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। সবার গায়ে কালি লাগতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে কেউ কালি লাগাতে পারবে না।