কালীপুজোয় শব্দবাজি নয়, পথে নামছে সারমেয়রা

শব্দবাজি বিস্ফোরণ মানেই থরথর করে কেঁপে ওঠা এই অসহায় প্রাণীগুলির গোটা শরীর। ঘরের মধ্যেই লুকিয়ে পড়ার জায়গা খুঁজতে মরিয়া হয়ে ওঠে তারা।

Must read

প্রতিবেদন : শুধু মানুষ নয়, শব্দযন্ত্রণা থেকে মুক্তি চায় বাড়ির পোষ্যরাও। কালীপুজো কিংবা দীপাবলির রাত অনেকসময়ই তাদের কাছেও হয়ে দাঁড়ায় রীতিমতো আতঙ্ক আর বিভীষিকার রাত। শব্দবাজি বিস্ফোরণ মানেই থরথর করে কেঁপে ওঠা এই অসহায় প্রাণীগুলির গোটা শরীর। ঘরের মধ্যেই লুকিয়ে পড়ার জায়গা খুঁজতে মরিয়া হয়ে ওঠে তারা।

আরও পড়ুন-আলিপুর চিড়িয়াখানার পর গড়চুমুকেও প্রাণী দত্তক শুরু

শব্দের দাপট থেকে এই অসহায় প্রাণীগুলিকে বাঁচানোর জন্য এবারে অভিনব উদ্যোগ নিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশের আয়োজনেই শব্দযন্ত্রণা থেকে বাঁচা এবং বাঁচানোর আর্জি নিয়ে এবারে পথে নামতে চলেছে চারপেয় পোষ্যরা। বিশেষ পোশাক পরে মিছিল করবে তারা। নিউটাউনের সেন্ট্রাল মলের কাছে সিটি স্কোয়ারে এই অভিনব মিছিল বের হবে সামনের বৃহস্পতিবার, ২০ অক্টোবর বিকেলে। মিছিলে অংশ নেওয়া পোষ্যদের পোশাকে লেখা থাকবে বিশেষ বার্তা, শুভ দীপাবলি, প্লিজ শব্দবাজি ফাটিও না, শব্দবাজি বন্ধ করে দাও, আমাদের দিওয়ালি হ্যাপি করে দাও। সেই আর্জিকে সমর্থন জানিয়ে পাশে হাঁটবেন পোষ্যদের পালকরাও। পোষ্যদের জন্য বার্তা লেখা বিশেষ পোশাকের ব্যবস্থা করছে পুলিশই। এই সচেতনতা প্রচার অভিযান আলোর উৎসবের মুখে জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে বলে পুলিশের আশা। আলোর উৎসবে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখে দিতে জোট বাঁধবেন শান্তিকামী নাগরিকরা।

Latest article