প্রতিবেদন : রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার আয়োজন করার জন্য মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করেছে। এই মর্মে পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমারের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, মাইক্রোফোনে সাউন্ড লিমিটার ব্যবহার করার ব্যাপারে সম্মতি দেওয়ার পরেই উদ্যোক্তাদের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হবে। নির্দেশ মানা হচ্ছে কি না স্থানীয় পুলিশ প্রশাসন তার ওপর নজরদারি চালাবে।
আরও পড়ুন-গঙ্গার ভাঙনে দোতলা বাড়ি
নির্দেশ অমান্য করে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন বা বক্স ব্যবহার করলে সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।