‘জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার’ দাবি মমতার

আজ বুধবার শিলিগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ বুধবার শিলিগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতা যদি অভিযোগ করেন, জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার। তাঁরা জমি ফেরত দিয়েছেন। জোর করে কেন জমি নেবে! জোর করে জমি নেওয়ার তিনি ঘোর বিরোধী বলে জানান মমতা। বলেন, বর্তমান রাজ্য সরকারে এত প্রকল্প তৈরি করছে কিন্তু কোথাও জোর করে জমি নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন-জলসার মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তৃণমূল শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। যে কেউ এসে এখানে শিল্পস্থাপন করতে পারেন। টাটারা চলে যাওয়া বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা চালানো হচ্ছে বলে অভিযোগ। মমতা জানান, কাওয়াখালিতে শিল্প নিয়ে সমস্যা ছিল। কিন্তু তার সমাধান করে দিয়েছেন। সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। চাই ঢেলে কর্মসংস্থান- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-গঙ্গার ভাঙনে দোতলা বাড়ি

অন্ডালের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরও সম্প্রসারণ করা হচ্ছে। হাসিমারা বিমান বন্দরকেও সিভিল এয়ারপোর্ট করার চেষ্টা করছেন বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী অভিযোগ, কেউ কেউ কর্মসংস্থান চায় না, সেকারণেই কুৎসা রটাচ্ছে। আগামী দিনে বিশ্বের মধ্যে পর্যটনে শ্রেষ্ঠ হবে বাংলা- আশা মুখ্যমন্ত্রীর।

Latest article