প্রতিবেদন : ব্রিটেনের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ে ফেললেন লিজ ট্রুস। দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন লিজ। ব্রিটেনে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী তিনি। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের সামনে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন-তিনি আন্দোলনকারীদের বিরোধী নন, উত্তরবঙ্গ সফর শেষ করে বার্তা মুখ্যমন্ত্রীর
এখন প্রশ্ন, সেদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে আসছেন? সম্প্রতি করা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, কনজারভেটিভ পার্টির এমপিদের মধ্যে এগিয়ে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক। এখনই ভোট হলে তিনিই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলেই জানা গিয়েছে। তবে অন্য একটি সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনও ফের লড়াইয়ে ফিরে আসতে পারেন। পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে আগামী সপ্তাহে ফের কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট নেওয়া হবে বলে খবর। তবে, ব্রিটেনের বিরোধী দলগুলি সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। দায়িত্ব নেওয়ার পরে বাজেট পেশ করে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। নতুন আর্থিক নীতির বিরুদ্ধে শুধু সাধারণ মানুষই নয়, তাঁর দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদও সরব হন। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু তাতেও লাভ হয়নি। অবশেষে ইস্তফা৷