মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে মৃত ৪, জখম ১০

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বছরের পর বছর ধরে ওই বাড়িতে বাজি মজুত করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Must read

প্রতিবেদন : মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে প্রাণ হারালেন ৪ জন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। আগুন নিভে আসার পর ওই গুদামের ভিতর থেকে উদ্ধার হয় চারটি দেহ।

আরও পড়ুন-লিজের ইস্তফা, ৪৫ দিনেই পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মোরেনা জেলার জয়েতপুর রোডে বানমোর টাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন, ওই বাড়ির গুদামে কয়েক বছর ধরেই বাজি মজুত করে রাখা হত। বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। গোটা এলাকা কেঁপে ওঠে। প্রবল বিস্ফোরণে বাড়িটি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওই বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েকজন। তাই মৃতেরা ওই বাড়ির ভাড়াটিয়া নাকি গুদামের শ্রমিক, তা স্পষ্ট নয়। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বছরের পর বছর ধরে ওই বাড়িতে বাজি মজুত করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest article