প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে প্রতিদিনই কোনও না কোনও নৈরাজ্যের খবর মেলে। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতেই তোলপাড় শুরু৷ মধ্যপ্রদেশের এক হাসপাতালে ৪ বছরের এক শিশুর মৃত্যুর পর দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনও শববাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি।
আরও পড়ুন-কৃষ্ণসাগরে পরমাণু বোমা পরীক্ষার ফন্দি?
শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনওরকম সহযোগিতা না পেয়ে চার বছরের মৃত ভাইঝিকে কাঁধে নিয়ে ভিড় বাসে বাড়ি ফেরেন অসহায় কাকা। ভাইঝির দেহ কাঁধে নিয়ে কাকার বাড়ি ফেরার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই মধ্যপ্রদেশের শিবরাজ শিং চৌহান সরকারের স্বাস্থ্য পরিকাঠামো সর্বস্তরে সমালোচনা৷
আরও পড়ুন-মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে মৃত ৪, জখম ১০
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আপাদমস্তক চাদরে ঢাকা একটি শিশুকে কাঁধে নিয়ে দ্রুত পায়ে হাঁটছেন এক ব্যক্তি। মৃত শিশুর কাকা জানিয়েছেন, এক দুর্ঘটনায় তাঁর ভাইঝি গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় শহরের এক হাসপাতালে। কষ্ট করে বড় হাসপাতালে ভর্তি করা হলেও তার প্রাণ বাঁচানো যায়নি। কাকার দাবি, তাঁদের পরিবার খুবই গরিব৷ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি কিছুই পাওয়া যায়নি। বাইরের অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকাও তাঁদের ছিল না। দুঃসময়ে কারও কাছে কোনও সাহায্যও মেলেনি। উপায় না দেখে তিনি চাদরে ঢাকা ভাইঝির দেহ কোলে নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছন। সেইসময় বাসভাড়াও তাঁর পকেটে ছিল না। এক সহৃদয় যাত্রী তাঁর বাসভাড়া দিয়ে দেন। এরপর তিনি ভিড় বাসে চেপে ভাইঝির মৃতদেহ নিয়ে বাড়ি ফেরেন৷