সংবাদদাতা, হাওড়া : হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও রুপোর গয়না। এবার চটের প্যাকেটে মোড়া অবস্থায় হাওড়া স্টেশনের পার্সেল গোডাউনের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা ও প্রায় ৪৫ কেজি রুপোর গয়না, যার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার রেল পুলিশ রুটিন তল্লাশি চালানোর সময় হাওড়া স্টেশনের পার্সেল অফিসের কাছে তিনটি বড় চটের প্যাকেট মোড়া বস্তা দেখতে পায়। সেই প্যাকেটগুলির কোনও দাবিদার পাওয়া যায় না।
আরও পড়ুন-ধর্ম নয়, উন্নয়নই হাতিয়ার
সেগুলির পার্সেল বুকিংও নেই বলে জানতে পারেন আরপিএফ ও রেল পুলিশের আধিকারিকরা। এরপরই সন্দেহ আরও ঘনীভূত হয়। প্যাকেট খুলতেই তাজ্জব হয়ে যান রেল পুলিশের কর্তারা। দেখা যায় ওই প্যাকেটের ভেতর নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা রয়েছে। সেইসঙ্গে প্রচুর পরিমাণে রুপোর চেন, বালা, আংটি সহ বিভিন্ন গয়নাগাঁটি রয়েছে। যার ওজন প্রায় ৪৪ কেজি ৯০০ গ্রাম। এগুলির কোনও দাবিদার না মেলায় রেল পুলিশ উদ্ধার হওয়া নগদ টাকা ও রুপোর গয়নাগুলি বাজেয়াপ্ত করে।
আরও পড়ুন-একাধিক নির্দেশ, কোটালে বিসর্জন নয়
চটের প্যাকেটে মুড়ে নিয়ে এসে পার্সেল বুকিং করে এগুলি ভিন রাজ্যে পাচারের ছক ছিল বলে মনে করা হচ্ছে। তবে পাচারকারীরা হাওড়া স্টেশনে পুলিশি তল্লাশি চলছে দেখে অবস্থা বেগতিক বুঝে ওই প্যাকেটগুলি ওখানেই ফেলে রেখে পালিয়ে দেয়। হাওড়া স্টেশনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কারা এই প্যাকেটগুলি ওখানে নিয়ে এসেছিল তা চিহ্নিত করতে চাইছে রেল পুলিশ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছিল। কোথা থেকে এগুলি নিয়ে এসে কোথায় পাচার করা হচ্ছিল তাও জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।