প্রতিবেদন : আইএসএলে টানা দশ ম্যাচে জয় অধরা থাকার পর অবশেষে জ্বলল মশাল। এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিয়ে ডার্বির আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাল-হলুদ সমর্থকরা। বৃহস্পতিবার লিগের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডকে (East Bengal- NorthEast United) ৩-১ গোলে হারিয়ে দিল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। গোলদাতা ক্লেটন সিলভা, চারালাম্বাস কিরিয়াকু এবং জর্ডন দোহার্টি। নর্থইস্টের একমাত্র গোলদাতা ম্যাট ডার্বিশায়ার। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। দুর্দান্ত খেলে ম্যাচের সেরা হলেন কিরিয়াকু।
আরও পড়ুন-কোর্টের নির্দেশে পর্ষদ অফিস চত্বরে ১৪৪ ধারা জারি, পুলিশের অনুরোধ না রাখায় সরান হল ধরনাকারীদের
কলকাতা থেকে লাল-হলুদ (East Bengal- NorthEast United) সমর্থকদের একটা বড় অংশ গুয়াহাটি গিয়েছিল প্রিয় দলের জন্য গলা ফাটাতে। তাঁদের হতাশ করেননি ক্লেটন, নাওরেম মহেশরা।
শুরু থেকে আক্রমণকে অস্ত্র করেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়েছিলেন ইস্টবেঙ্গলের সাহেব কোচ। প্রথম একাদশে কৌশলগত কিছু বদল করেছিলেন স্টিফেন। দুই সেন্ট্রাল ডিফেন্ডারের উপরে এদিন সাইপ্রাসের কিরিয়াকুকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলান ইস্টবেঙ্গল কোচ। তাঁর সঙ্গী ছিলেন জর্ডন দোহার্টি। দুই উইংয়ে নাওরেম মহেশ এবং ভিপি সুহের এবং আপফ্রন্টে সেমবোই হাওকিপ আর ক্লেটনকে রেখে নর্থইস্টের উপর ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। ১১ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় লাল-হলুদ। নাওরেমের থেকে বল পেয়ে গোল করেন ক্লেটন। শুরুতে এগিয়ে গেলেও সুহের নিষ্প্রভ থাকায় প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ৮৪ বিরতির ঠিক আগে নর্থইস্টের বিদেশি ডার্বিশায়ারের শট ক্রস বারে লেগে ফেরে। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের বদলে ফেলে ভাল ফুটবল খেলে স্টিফেনের দল। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। সুহেরের সাজিয়ে দেওয়া বলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন কিরিয়াকু। এর পর মাঠ জুড়ে শুধুই লাল-হলুদ। ৮৪ মিনিটে দোহার্টি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। পরিবর্ত হিসেবে নামা মোবাশির গোলের পাসটি দেন অস্ট্রেলীয় মিডফিল্ডারকে। ইনজুরি টাইমে এক গোল শোধ করে নর্থইস্ট। গোল করেন ডার্বিশায়ার।