প্রতিবেদন : লালকেল্লা থেকে এবারের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কোনও না কোনও কারণে আমাদের মধ্যে এমন বিকৃতি এসেছে যে, আমাদের কথাবার্তায়, আচার-আচরণে আমরা নারীদের অপমান করে চলেছি। এর পরই মোদি আবেদন করেন, আমরা কি এটা থেকে পরিত্রাণ পেতে একটি সংকল্প গ্রহণ করতে পারি? অন্যদের কথা তো দূর অস্ত, প্রধানমন্ত্রী মোদির নিজের দল বিজেপি নেতাদের কাছেই সেই আবেদন কতটা গুরুত্বহীন তা বোঝা গেল শনিবার। কর্নাটকের বাসবরাজ বোম্মাই সরকারের মন্ত্রী ভি সোমান্নার (Minister V Somanna) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিজেপি মন্ত্রী একজন মহিলাকে প্রকাশ্যে চড় মারছেন, এমনটাই দেখা গিয়েছে। এই ভিডিও নিয়ে এখন বিরোধী দলগুলির নিশানায় কর্নাটকের বিজেপি সরকার। জানা গিয়েছে, শনিবার, কর্নাটক সরকারের আবাসন মন্ত্রী ভি সোমান্না চামরাজনগর জেলার গুন্ডলুপেট তালুকের হাঙ্গালা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। মন্ত্রী চামরাজনগর জেলার দায়িত্বপ্রাপ্ত। ওই অনুষ্ঠানে ১৭৩ জনকে জমির মালিকানা দলিল বা পাট্টা হস্তান্তর করা হয়। কেম্পাম্মা নামে এক মহিলা অনুষ্ঠানস্থলে পৌঁছে মন্ত্রীকে অভিযোগ করেন, জমির দলিল প্রাপকদের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। জমি প্রাপকদের তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু কারচুপি করে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রী (Minister V Somanna) মেজাজ হারিয়ে ওই মহিলাকে সকলের সামনেই থাপ্পড় মারেন। ভাইরাল হওয়া ভিডিওতে সোমান্নাকে থাপ্পড় মারতে দেখা যাচ্ছে। আয়োজকদের তরফে বলা হয়েছে, কেম্পাম্মা নামে ওই মহিলা মন্ত্রীর কাছে গিয়ে জমির দলিল প্রাপকদের তালিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। ঘটনার পরই সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা ওই মহিলাকে মঞ্চ থেকে টেনে নামিয়ে আনেন।
ঘটনার পর বিরোধী দলগুলি বলেছে, বিজেপি নারীদের প্রতি কতটা সম্মান প্রদর্শন করে এই ঘটনা তারই প্রমাণ। বিজেপি এক তীব্র নারী বিরোধী দল সে কারণেই বিলকিস বানোর ধর্ষকদের সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি মেলে।
আরও পড়ুন: পায়ের শিরা কেটে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন